জোটন চন্দ্র ঘোষ হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: হালুয়াঘাটে প্রাথমিক শিক্ষার গুণগত মানন্নোয়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, এসএমসি’র সভাপতি, জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাগণের সাথে ১২ আগস্ট সানফ্লাওয়ার স্কুল চত্বরে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ জাতীয় সংসদ সদস্য মি. জুয়েল আরেং। শিক্ষার মানন্নোয়নে প্রধান আলোচক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী।

এছাড়াও আলোচকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেলালুজ্জামান সরকার, মোঃ শফিউল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা আওয়ামীলীগ, মোঃ আনোয়ারুল হক মিয়া, মোছাঃ মনোয়ারা খাতুন, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারুক আহম্মেদ খান, চেয়ারম্যান উপজেলা পরিষদ, হালুয়াঘাট।

এ সময় নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন প্রদান করা হয় এবং উপজেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রুকুনজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।






(জেসিজি/এস/আগস্ট১২,২০১৬)