ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি :ময়মনসিংহের ত্রিশাল অফিসার ইনচার্জ মনিরুজ্জামানকে মোবাইলকে মেরে ফেলার হুমকি প্রদানের ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।

জানা যায় গত মঙ্গলবার বিকেলে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার ,ভালুকা থানা অফিসার ইনচার্জ মামুনুর রশিদকে মেরে ফেলা ও পরিবারের অন্যান্য সদস্যদের মেরে ফেলার হুমকি প্রদান করে। এ ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার অভিযান চালিয়ে তিন সদস্যকে আটক করে। আটককৃতরা হলেন ভালুকা উপজেলার মোঃ শওকত, মোহাম্মদ সুজন মিয়া, মোঃ মফিজ উদ্দিন নামে তিনজনকে আটক করে।

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, গত মঙ্গলবার বিকেল চারটার সময় আমার সরকারি নাম্বারে ০১৮৩০৮৪৫২৪০ নম্বর মোবাইল থেকে হুমকি প্রদান করে। আমাকে আমার পরিবারের সদস্যদের মেরে ফেলা হবে এবং থানা ভবন উড়িয়ে দেয়া হবে। ঘটনার পরেই আমিই বিষয়টি উর্ধত্বন কতৃপক্ষকে অবহিত করি।

এ ব্যাপারে ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান পারস্পারিক বিরোধের জের ধরে একে অন্যকে ফাঁসাতে মূল হোতা মফিজ ২০০ টাকার বিনিময়ে এক গাজাখোরকে দিয়ে গত মঙ্গলবার ত্রিশাল থানা ওসি মনিরুজ্জামান,ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার,ভালুকার ওসি হত্যা করা ও ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেয়। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয়। আটকদের মধ্যে মফিজ নিজের দোষ স্বীকার করেছে।





(এমআরএন/এস/আগস্ট১২,২০১৬)