নোয়াখালী প্রতিনিধি : সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের শাখা সানফ্লাওয়ার তাকাফুল বীমা ডিভিশন এর উদ্দোগে গ্রাহকদের মধ্যে টেলিভিশন বিতরণ করা হয়। সানফ্লাওয়ার তাকাফুল বীমা ডিভিশন সুবর্ণচর উপজেলা শাখা জি. এম (উন্নয়ন প্রশাসন) আলহাজ্ব মোঃ উল্যাহ কোম্পানির সভাপত্বিতে শনিবার সকাল ১০টায় নোয়াখালী সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারে ইসমাইল ম্যানশন অফিস কক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ব্যবসা উন্নয়ন ও কর্মী নিয়োগ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. এম. ডি আবু তালেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালীর সিনিয়র জি.এম (উন্নয়ন প্রশাসন) মোঃ ইব্রাহীম, দৈনিক দিশারীর সম্পাদক আকাশ মোঃ জসিম, হারুনুর রশিদ, হারিছ চৌধুরী বাজার বিশিষ্ট ব্যবসায়ী রহিম উল্যাহ চৌধুরী (উন্নয়ন প্রশাসন), পরে উক্ত কোম্পানির কর্মকর্তাগণ ২ জন গ্রাহক সাহাব উদ্দিন ও মাহমুদুর রহমানকে ২ টি টেলিভিশন প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিলেনিয়াম টিভি, নোয়াখালী প্রতিদিন, সময়ের কন্ঠস্বর সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমনসহ কোম্পানির গ্রাহক কর্মী ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

(আইইউএস/এএস/আগস্ট ১৩, ২০১৬)