বাকৃবি প্রতিনিধি : রামপাল চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট বাকৃবি শাখা।

মঙ্গলবার দুপুর ১টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুন্দরবনের পরিবেশ ও অর্থনীতির অপূরণীয় ক্ষতি করবে। বিপন্ন হবে সুন্দরবনের পরিবেশ।

বক্তারা আরও বলেন, আমরা বিদ্যুৎ কেন্দ্র চাই, কিন্তু তা সুন্দরবনের কাছে নয়। তাই প্রকল্পটি বাতিলের দাবি জানান তারা। রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধীতা করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট খুলনার বি. এল কলেজের মিছিলে ছাত্রলীগের হামলা ও পুলিশি গ্রেফতারের প্রতিবাদ জানানো হয়।

(এমএসএস/এএস/আগস্ট ১৬, ২০১৬)