স্টাফ রিপোর্টার : মোবাইল অপারেটর সিটিসেলের লাইসেন্স বাতিল করেছে সরকার। মঙ্গলবার বিকেলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান।

তিনি জানান, সিটিসেলের ৪৭৭.৫১ কোটি টাকার রাজস্ব বকেয়া রয়েছে। বার বার বলার পরেও তারা টাকা পরিশোধ করেনি। তাই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গ্রাহকরা আগামী সাতদিন সিটিসেলের রিম ব্যবহার করতে পারবেন বলে জানান তিনি। তবে সাতদিন পর স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে।

(ওএস/এএস/আগস্ট ১৬, ২০১৬)