নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারায় মেরামতের সময় মাছ ধরা নৌকার নিচে চাপা পড়ে দুলাল ও নারগিস নামে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


কোম্পানীগঞ্জের মুছাপুর পর্যটন কেন্দ্রে ট্রলারডুবিতে নিখোঁজ ২ ছাত্রীর মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর কোজার সংলগ্ন ছোট ফেনী নদীতে পর্যটকবাহী ট্রলারডুবিতে নিখোঁজ থাকা ৫ জনের মধ্যে বিবি ফাতেমা (১৫) ও রাবিতা (১২) নামে দুই মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার সকালে মুছাপুর কোজার সংলগ্ন নদী থেকে চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল অভিযান চালিয়ে ওই দুইজনের মরদেহ উদ্ধার করে।

মৃত বিবি ফাতেমা উপজেলার চরফকিরা ইউনিয়নের চরফকিরা গ্রামের আবুল কাশেমের মেয়ে ও সৈয়াদিয়া হাফেজ আজগর আলী দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী এবং রাবিতা একই ইউনিয়নের চরফকিরা গ্রামের নুরুল আনোয়ারের মেয়ে ও একই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক জানান, ছোট ফেনী নদীর বিভিন্ন স্থানে কোম্পানীগঞ্জ ও মাইজদী ফায়ার স্টেশনের সহযোগিতায় চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল উদ্ধার অভিযান চালায়। শুক্রবার সকালে রাবিতা ও ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে রাব্বি জানান, দুইজনের মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গত ১৭ আগস্ট বিকেলে পর্যটকবাহী একটি ট্রলার অন্তত ৩০ জন যাত্রী নিয়ে ছোট ফেনী নদীতে ডুবে যায়। ওই দিন ২ জনের মরদেহ উদ্ধার করা হয়।








(এসউএস/এস/আগস্ট ২০, ২০১৬)