নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বিভিন্ন মহাসড়কে অবৈধভাবে ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিকদের কাছে চাঁদা আদায়, নির্যাতন ও নিপীড়ন বন্ধসহ জেলার ধামইরহাটের বাবু ও এনামুল হক মিলন নামে দুই শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে শহরের মুক্তির মোড়ে মানববন্ধন করেছে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

সংগঠনের সভাপতি সাহাদত ইসলাম শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও শৈলগাছী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর সরদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, জেলা বেবী ট্যাক্সি, অটোরিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক, জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাহাদত হোসেন, মশিউল আলম হ্যাপি, বুলু জোয়ারর্দার, জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা বলেন, বাবুর চোখ একেবারেই নষ্ট হয়ে গেছে আর এনামুল হকের হাত ভেঙ্গে গেছে। তাই আগামী ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আন্দোলনের মাধ্যমে সমগ্র জেলাকে অচল করে দেয়া হবে বলে হুশিয়ারী দেন তারা।

উল্লেখ্য, গত ৫মার্চ ধামইরহাটের বিহারীনগর ব্রীজের কাছে ট্রাক শ্রমিকদের পরিচয়পত্র চেকিং করার সময় কতিপয় শ্রমিক নামধারী সন্ত্রাসীরা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের ওপর হামলা চালায়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
(বিএম/এএস/এপ্রিল ০৮, ২০১৪)