বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রুমা বাজারে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ১টার দিকে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। আড়াইটার দিকে স্থানীয় জনতা, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় রুমা বাজারের ২৫টি দোকান ও ২টি আবাসিক হোটেল পুড়ে যায়। 

সাংবাদিক শৈ হ্লা চিং জানান, রুমা উপজেলায় কোন ফায়ার ষ্টেশন নাই। আগুন লাগলে বান্দরবান সদর থেকে ৫০ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়ে রুমায় পৌছতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। ফলে যে কোন দুর্ঘটনায় ব্যাপক ক্ষতি হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, জানান, রুমা বাজারে দুপুর ১টার দিকে আগুন লাগে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি। তবে কোটি টাকার উপরে হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।

(এএফবি/এএস/আগস্ট ২০, ২০১৬)