বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে তিন শতাধিক ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট সরকারি মহিলা কলেজে ব্লাড গ্রুপিং কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম।

বাগেরহাট রোভার স্কাউট ও ‘আলোর পথে’ সংস্থার সহযোগীতায় বাগেরহাট মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা রোভার কমিশনার প্রফেসর শেখ বুলবুল কবির, উপাধ্যক্ষ ঝর্না হালদার, জেলা স্কাউট কমিশনার শেখ হায়দার আলী বাবু, শিক্ষক রুলি বিশ্বাস, আরিসুল আজম, ‘আলোর পথে’ সংস্থার সাধারণ সাম্পদক আবু বক্কর প্রমুখ।

বক্তারা বলেন, রক্তের গ্রুপ প্রত্যেকের জানা থাকা প্রয়োজন। গ্রুপ জানা থাকলে নিজের অথবা অন্য কারো প্রয়োজনে যথাসময়ে রক্তদান করা সম্ভব হবে। পরে কলেজের ৩৩০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

(একে/এএস/আগস্ট ২০, ২০১৬)