বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের হারবাড়িয়া সংলগ্ন বাইনতলা খালে শনিবার দুপুরে কোষ্টগার্ডের সাথে বনদস্যু জাহাংগীর বাহিনীর ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বন্দুকযুদ্ধের পর বনদস্যুদের ব্যবহৃত একটি নৌকাসহ ১০টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

মংলা কোষ্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ জানান, বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের হারবাড়িয়া সংলগ্ন মরাপশুর নদীর বাইতলা খালে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা শনিবার দুপুর ১২টার ওই এলাকায় অভিযান চালায়। এসময়ে কোস্টগার্ড সদস্যরা বাইনতলা খালে প্রবেশ করতেই পূর্ব থেকেই সুন্দরবনের মধ্যে অবস্থান নিয়ে থাকা বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা গুলি ছুড়তে শুরু করে। কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে এক ঘন্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। বন্দুকযুদ্ধে কোস্টগার্ড সদস্যরা বনদস্যুদের লক্ষ্য করে ২১ রাউন্ড আর বনদস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্যকে ৫০ থেকে ৬০ রাউন্ড গুলি চালায়। গুলিবিনিময়ের এক পর্যায়ে বনদস্যুরা রণে ভঙ্গ দিয়ে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বনদস্যুদের ফেলে যাওয়া ১০টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কোস্টগার্ড।



(এসএকে/এস/আগস্ট ২০, ২০১৬)