নোয়াখালী প্রতিনিধি :আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত হচ্ছে  নাটক পুরুষ_নির্যাতন।  বর্তমান সময়ের সামাজিক নানা অবক্ষয় এবং পারিবারিক নানা সমস্যা ফুটে উঠবে নাটকটিতে,  শনিবার বিকেল ৩টায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজার নোয়াখালী নাট্যদল এবং সুবর্ণচর সাংস্কৃতিক একাডেমির অফিস কক্ষে উক্ত উনষ্ঠানের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন চর জুবলী ইউনিয়ন আওয়ামীলিগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী,  নাটকের অভিনেতা কামরুজ্জামান বিপ্লব, এম.হামিদ পাশা, মোঃ ইব্রাহীম, সোহেল,   সাহাব উদ্দীন স্বপন সংগঠনের শতাধিক নাট্যকর্মি সহ উপজেলার নেত্র্বীবৃন্দ । 

নাটকের রচয়িতা ও পরিচালক মোঃ ইমাম উদ্দীন সুমন জানান ব্যাতিক্রম ধর্মী নাটকটিতে সামাজিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আসছে পবিত্র ঈদ ঊল আযহা একটি বেসরকারি স্যাটেলাইট টিভি তে নাটকটি সম্পচার হবে তিনি সকলকে নাটকটি দেখার অনুরোধ জানান।

উল্লেখ্য যে, মোঃ ইমাম উদ্দীন সুমন এর আগে ৯ টি নাটক নির্মাণ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভনেতা আনিসুর রহমান অভিনীত "ঘটক বোকা ভাই" হারুন কিসিন্জার অভিনীত কমেডি নাটক "ফইস্যা গেছি" "গৃহ পালিত জামাই" "চোর বাটপার" "তাল বেতাল" ফাইস্যা গেছি নাটকটির এ্যালবাম সারা দেশে পাওয়া যাচ্ছে।



(আইইউএস/এস/আগস্ট ২০, ২০১৬)