ঠাকুরগাঁও প্রতিনিধি :  কলেজে ছাত্র-ছাত্রীদের নিয়ে জঙ্গী বিরোধী আলোচনাসভা করলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ।

শনিবার(২০ আগষ্ট) সকাল ১১ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জঙ্গী বিরোধী প্রতিরোধ সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সইদুল হক। এছাড়া উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সদস্য কুসমত আলী, প্রেস ক্লাব সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সম্পাদক বিপ্লব ,সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী, উপাধ্যক্ষ জামালউদ্দিন কামাল হোসেন, জমিরুল ইসলাম, সাইদুর রহমান প্রমুখ ।

উন্মুক্ত আলোচনা সভায় ২০ জন ছাত্র-ছাত্রী জঙ্গী ও সন্ত্রাস বিরোধী বক্তব্য প্রদান করে। প্রধান অতিথি তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তার বক্তব্যে সেগুলোর উপর বিশেষ আলোকপাত করে তিনি বলেন- জঙ্গীরা দেশের শত্রু, জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে।এলাকায় অপরিচিত লোকের আনা-গোনা দেখলে অবশ্যই তা স্থানীয় প্রশাসনকে জানাতে হবে।সকলের সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গিবাদ রুখে দিতে হবে।

পরে ঐ কলেজের সভাপতি জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী আলোচনা সভায় যোগ দেন । তিনি কলেজের এইচ,এস,সি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অভিনন্দন জানান এবং জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশ সুপারের বক্তব্যে সাথে সহমত পোষন করেন।

প্রসঙ্গত, রাণীশংকৈল ডিগ্রি কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৪৬ জন। পাশ করেছে ৪৬৮ জন। মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৩৬৯ জন এর মধ্যে পাশ করে ২৫৪ জন। বিজ্ঞান বিভাগে ১৭১ জনের মধ্যে পাশ করে ১৩২ জন পাশ করে এবং ১০ জন জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ব্যবসা শিক্ষা ১২৬ জনের মধ্যে ১০৭ জন পাশ করেছে। যা রাণীশংকৈল উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলে শীর্ষে । একই উপজেলায় রাণীশংকৈল মহিলা কলেজের মোট ছাত্র-ছাত্রী ১৫১ জনের মধ্যে ১০৩ জন পাশ করেছে। মানবিক বিভাগে ১১৬ জনের মধ্যে ৭৫ জন পাশ করে, বাকি ৩৯ জন ফেল করে। বিজ্ঞান বিভাগে ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ২৮ জন। ব্যবসায় শিক্ষা পরীক্ষার্থী ২ জনের মধ্যে সবাই ফেল করে।






(এফআর/এস/আগস্ট ২০, ২০১৬)