গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের গৌরীপুরে রবিবার  নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ‘২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টাকারীরাই ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকারী, এরাই পেট্রোল বোমা হামলাকারী, সন্ত্রাসী ও বর্বর জঙ্গি’ এদের ফাঁসি চাই, ফাঁসি চাই শ্লোগানে সকল ষড়যন্ত্র রুখতে গণসচেতনতা ও গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।



উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি রাবেয়া ইসলাম ডলি’র সভাপতিত্বে মানব বন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

আরও বক্তব্য রাখেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, নারী নেত্রী আছিয়া খাতুন, পৌর কাউন্সিলার দিলুযারা আক্তার, শিউলী চৌধুরী, জেসমিন আক্তার, সাবেক কাউন্সিলার জ্যেৎতি রানী সরকার, নারীনেত্রী আঙ্গুরা আক্তার, আলেয়া খাতুন, আয়েশা আক্তার, রিমা বেগম, আছমা আক্তার, শেফালি আক্তার, ফেরদৌস নাসরিন, নাজমুন নাহার, আনোয়ার খাতুন, শারমিন চৌধুরী, মনোয়ারা বেগম, রনি মোশিদা, রেজিয়া আক্তার প্রমুখ।










(এসআইএম/এস/আগস্ট ২১, ২০১৬)