ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান- এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে ৩ দিনব্যাপী ফলজ বৃক্ষ মেলা সোমবার উদ্বোধন করা হয়েছে।

সকাল ১১ টায় স্থানীয় ত্রিশাল দরিরামপুর স্মৃতি সৌধ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ত্রিশালের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দ্বীপক কুমার পাল।

এপিপিও বিল্লাল হোসেনের পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জেসমিন নাহার,কৃষি সম্প্রসারন কর্মকর্তা নুসরাত জাহান, সিআইজি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, নার্সারী মালিক সমিতির সভাপতি ফরিদ হোসেন, ডিকেআইবির সভাপতি শাহাব উদ্দিন প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের মাঝে কয়েকশ ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর হতে এ লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

(এমআরএন/এএস/আগস্ট ২৩, ২০১৬)