কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় এইচএসসি’র ইংরেজী প্রথমপত্র পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে মঙ্গলবার দুই ছাত্রকে বহিস্কার করা হয়েছে। এরা হলেন আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের সোহেল ও খেপুপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের ছাত্র ইমরান। পরীক্ষা কেন্দ্রে নকল করার সময় হাতেনাতে ভিজিলেন্স টিমের সদস্যরা এদের আটক করে বলে খেপুপাড়া পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ দেলওয়ার হোসেন জানান।

এছাড়া পরীক্ষা কেন্দ্রে ছাত্রদের সহায়তা করার অপরাধে জালালউদ্দিন কলেজের এক শিক্ষককে সতর্ক করা হয়েছে।
(এমকেআর/এএস/এপ্রিল ০৮, ২০১৪)