সাতক্ষীরা প্রতিনিধি : শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা- আশাশুনি সড়কে  জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন  কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচি পালনকালে প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক সভাপতি আনিছুর রহিম, আবু আহমেদ, সাংবাদিক আবদুল ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, বাসসের অ্যাড. অরুণ ব্যানার্জি, সময় টিভি’র মমতাজ আহমেদ বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, মানবজমিনের ইয়ারব হোসেন, দৈনিক দৃষ্টিপাতের আবু তালেব মোল্ল্যা প্রমুখ।

বক্তারা বলেন, জেলা প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জনকে পুলিশ আটক করেছে। অথচ এসব আটককৃতের মধ্যে জামায়াতের পলাতক জ্যেষ্ট নেতাদের না থাকছে না। অনেকেই অভিযোগ করছে আটককৃতদের মধ্যে নিরীহ লোকজন রয়েছে। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে গ্রেফতারি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সচেতন হতে হবে।

এজন্য সাংবাদিকরা চিহ্নিত সন্ত্রাসী ও জঙ্গিদের আইনের আওতায় আনতে বরাবরের মতো আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন। তবে জামায়াতের অর্থযোগানদাতা সানি খালেকের সহিংসতার মামলায় জামিনের সহায়তা করতে আওয়ামী লীহের কয়েকজন নেতা একটি প্রত্যয়ন পত্রে সুপারিশ করার তীব্র সমালোচনা করেন বক্তারা।

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে পারিবারিক পর্যায়ে সচেতনতা সৃষ্টির আহ্বানও জানান তারা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফিজুর রহমান মাসুম।

(আরকে/এএস/আগস্ট ২৭, ২০১৬)