নওগাঁ প্রতিনিধি : সোমবার সকাল ১০ টায় নওগাঁর ধামইরহাটে মানবতার কবি এসএম আব্দুর রউফের জীবন ও সাহিত্য শিল্পকর্মের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের গ্রন্থাগার কক্ষে ওই কলেজের বাংলা বিভাগের প্রভাষক বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত গীতিকার কবি এস এম আব্দুর রউফের জীবন ও সাহিত্য শিল্পকর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, ওই কলেজের বাংলা বিভাগের প্রভাষক এম,এ হোসাইন। ওই কলেজের শিক্ষার্থী মিঠু ও মোরশেকুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক সাইদুর রহমান, সহকারি অধ্যাপক আলহাজ্ব শফি উদ্দিন, কবি ও গীতিকার এসএম আব্দুর রউফ, প্রদর্শক তোজাম্মেল হক, শিক্ষার্থী স্বপ্না আক্তার, নাইম হোসেন, আসাদুল ইসলাম, মাসুম বিল্লাহ প্রমুখ। উল্লেখ্য কবি এসএম আব্দুর রউফের ৫টি বই ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে এবং তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত গীতিকার ও সুরকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

(বিএম/এএস/আগস্ট ২৯, ২০১৬)