লক্ষ্মীপুর প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত জামায়াতের শুরা সদস্য মীর কাসেম আলীকে আপিল বিভাগে ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা, পৌর আ,লীগে ও স্বেচ্ছাসেবকলীগ।

বুধবার দুপুরে শহরের প্রাইম ব্যাংক চত্বর থেকে হরতালবিরোধী মিছিল বের হয়ে ৬শতাধিক নেতাকর্মী নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর আ,লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ্ কায়ালয় গিয়ে শেষ হয়। এসময় তারা জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধবিরোধী স্লোগান দেন। পরে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ,লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইসমাইল খোকন, পৌর আ,লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক আইনুল কবির মনির, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু, যুগ্ম আহ্বায়ক কৌশিক আহম্মেদ সোহেল, সালাউদ্দিন বাবু, পীরজাদা মাসুদ, যুবলীগের আহ্বায়ক মঞ্জুর হোসেন সুমন, যুগ্নআহ্বায়ক ইউসুফ আজম প্রমুখ।

অপর দিকে জামায়তের ডাকা হরতালের কোন প্রভাব নেই রায়পুরে, শহরের অভ্যন্তরীন রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া হরতাল সমর্থনে জামায়াত-শিবিরের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।

(এমআরএস/এএস/আগস্ট ৩১, ২০১৬)