কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জে যুবলীগ নেতা হিতু মিয়া (৩২) খুনের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদে গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলার মনোহরগঞ্জ উপজেলার কাশই বাজারে দুই পক্ষেরে ঝগড়া থামাতে গিয়ে মাথায় শাবলের আঘাতে তিনি মারা যান।

নিহত হিতু মিয়া ওই উপজেলার হাসনাবাদ ইউপির এক নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং কাশই গ্রামের আবদুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশই গ্রামে একটি বিয়ে বাড়িতে কয়েকদিন আগে দুই পক্ষের বাগবিতণ্ডা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় কাশই বাজারে আবার দুই পক্ষ ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় তাদের ঝগড়া থামাতে গিয়ে এক পক্ষের শাবলের আঘাতে হিতু মিয়ার মাথা ফেটে যায়।

তাকে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ১৬ জনকে আসামি করে নিহতের বাবা আবদুর রহিম বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলার প্রধান আসামি আরিফসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৬)