কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে বুধবার ভোরে বিদেশি পিস্তলসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪২) সদস্যরা।
উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়ায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- পুরাতন পল্লান পাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে রাই উল্লাহ (২৩), নাজির পাড়া এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৪৫) ও রাই উল্লাহর স্ত্রী রোজিনা আক্তার (১৯)।

বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজমুস সাদাত সৌম্য জানিয়েছেন, নাজিরপাড়া বিওপির নায়েব সুবেদার মো. ইউসুফ মিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ফাতেমা বেগমের বাড়িতে তল্লাশি চালায়। এসময় তার বাড়ি থেকে ইউএসএ লেখা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা জানায় পিস্তলটি মো. রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির। এটি তাদের কাছে রাখা ছিল। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয় এবং ওই মামলায় নাজিরপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে রফিকুল ইসলামকে পলাতক আসামি দেখানো হয়েছে।

তিনি আরো জানান, উদ্ধার করা পিস্তলসহ আটক ব্যক্তিদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

(ওএস/জেএ/জুন ১১, ২০১৪)