নওগাঁ প্রতিনিধি : ১৩ টি বিষয়ে অনার্স কোর্স চালু থাকা নওগাঁর সাপাহার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে চলছে এখন চরম শিক্ষক সংকট। শিক্ষক সংকটের কারনে যেমন কলেজের শিক্ষাব্যবস্থার অচলাবস্থা ঠিক জলাবদ্ধতার কারনেও কলেজ মাঠে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের সকল প্রকার খেলা ধুলার ব্যবস্থা। কলেজের যে মাঠে শিক্ষার্থীদের খেলা-ধুলা করার কথা, সেখানে জমে থাকা পানিতে এখন জলকেলী করছে একদল পাতিহাঁস।

বর্তমানে উপজেলার শ্রেষ্ঠ ও বড় বিদ্যাপিঠ সরকারী ওই কলেজটিতে ৫২জন শিক্ষকের পদের বিপরীতে কর্মরত শিক্ষক রয়েছেন, মাত্র ২২জন। দির্ঘ দিন ধরে বাংলা বিভাগে কোন শিক্ষক না থাকায় পুরো বিভাগটি রয়েছে শূন্য। ওই বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা বাংলা ক্লাশ থেকে বঞ্চিত রয়েছে। এছাড়া কলেজের সামনে বিশাল খেলার মাঠটিতে পরিকল্পিত কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে একটু বৃষ্টির পানিতে পুরো মাঠটি তলিয়ে যায়। সেখানে মাসের পর মাস পুরো মাঠে জলাবদ্ধতা লেগে থাকলেও যেন দেখার কেউ নেই।

এই বিষয়ে কলেজের উপাধ্যক্ষ মোহাম্মাদ আবুল ফজল জানান, মফঃস্বল এলাকা হওয়ায় সহজে কোন শিক্ষক এখানে আসতে চায়না। আবার কেউ আসলেও বেশি দিন এখানে থাকতে চায়না। অন্যত্র বদলী নিয়ে চলে যায়। যার কারণে শিক্ষক সংকট প্রায় সময় ধরে লেগেই থাকে। বর্তমানে শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের অপুরণীয় ক্ষতি হচ্ছে বিষয়টি অস্বীকার করার নয়। এছাড়া কলেজ মাঠে জলাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে তিনি একাধিকবার উপজেলা প্রশাসনের নিকট আবেদন/অভিযোগ করেছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। এখন তারা কলেজের কোন ফান্ড থেকে জলাবদ্ধতার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। উপজেলার শিক্ষানুরাগী মহল/অভিভাবক মহলসহ অনেকেই কলেজটির শিক্ষক সংকট নিরসনে এবং কলেজ মাঠে সৃষ্ট জলাবদ্ধতা দুরীকরণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

(বিএম/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৬)