নোয়াখালী প্রতিনিধি : শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশ অনুযায়ী নোয়াখালীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,  নির্দেশ অনুযায়ী শনিবার সকাল ১০টায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে উক্ত উনষ্ঠানের আয়োজন করা হয়।

এতে রাখেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার হারুনুর রশিদ, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্রদাস, সিনিয়র শিক্ষক নুর মমোহাম্মদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সিরাজ হায়দার বেলাল, অনুষ্ঠান পরিচালনা করেন কৃষ্ণ কমল দাস, রাশেদুজ্জামান।

বক্তারা দেশের চলমান জঙ্গি হামলার নানা চিত্র তুলে ধরে ছাত্র-ছাত্রীদের কারো পরোচনায় না পড়তে হুশিয়ারি প্রদান করেন, এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আহব্বান জানান এছাড়া সকল ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাস করা, অসামাজিক কাজে লিপ্ত না হওয়ার জন্য অনুরোধ জানান।
উনষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার নেন্ত্রীস্থানীয় ব্যক্তিবর্গ।

(এসএস/এএস/সেপ্টেম্বর ০৩, ২০১৬)