আল ফয়সাল বিকাশ, বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিল এবং রাঙামাটি’তে ভূমি কমিশনের সভা ডাকার প্রতিবাদে বান্দরবানে বাঙ্গালি সংগঠনগুলো ডাকে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী পালিত হচ্ছে।

আজ রবিবার সকাল থেকেই বাঙ্গালিদের সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ, সমঅধিকার আন্দোলন, জাগো পার্বত্যবাসী এবং পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদ ৫টি সংগঠনের নেতাকর্মীরা হরতালের সমর্থনে বান্দরবান কেন্দ্রীয় বাসষ্টেন্ড, সূয়ালক’সহ অভ্যন্তরীণ সড়কগুলোতে অবস্থা নেয়। এছাড়াও জেলা শহরের ট্রাফিকমোড়, বালাঘাটা, হিলবার্ড মোড়সহ বিভিন্নস্থানে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে হরতাল সমর্থকরা। হরতালের কারণে বান্দরবান-চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি’সহ অভ্যন্তরিন সবগুলো রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বান্দরবান জেলা শহর’সহ আশপাশের এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পার্বত্য নাগরিক পরিষদ জেলা শাখা সভাপতি আতিকুর রহমান বলেন, পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিল এবং রাঙামাটি’তে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সভাকক্ষে ভূমি কমিশন আজ রবিবার সভা ডাকার প্রতিবাদে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় ৬টি বাঙ্গালি সংগঠনের ডাকে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচী চলছে। ভূমি কমিশন আইনের সংশোধনী বাতিল করা নাহলে লাগাতার হরতাল কর্মসূচীসহ আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, বাঙ্গালি সংগঠনগুলোর ডাকে হরতাল কর্মসূচী চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



(এএফবি/এস/সেপ্টেম্বর০৪,২০১৬)