ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার রাজীবপুর ইউনিয়নের যাদুয়ারচর গ্রামে একটি লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি উপজেলার উচাখিলা ইউনিয়নের হাসেরআলগী গ্রামের আবুল কাশেমের পুত্র সোহরাব (২২)। পুলিশের ধারণা ঋণ গ্রস্থতার কারণেই সে আত্মহত্যা করতে পারে।

নিহতের ভগ্নিপতি হারুন অর রশিদ জানান, মাধবদীতে সে একটি সমিতি করেছিল ওই সমিতির ক্যাশিয়ার পুম্বাইল গ্রামের সোহেল সমিতির প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে বাড়ীতে চলে আসে ওই টাকার জন্য সে সোহেলের কাছে যায়। এরপর থেকে সে তিনদিন ধরে নিখোঁজ ছিল। গতকাল তার লাশ পাওয়া যায়। নিহতের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনরা আহাজারি করছে। তারা বলছে সোহরাবকে টাকার জন্যই হত্যা করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী সহকারী পুলিশ সুপার (সার্কেল) আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(পিকেআর/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৬)