বান্দরবান প্রতিনিধি : “অতীতকে জানবো, আগামীকে গড়বো” এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে সমাপ্ত হয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ হারুনর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দিদারে আলম মুহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মুফিদুল আলম, জেলা শিক্ষা অফিসার হরি শংকর দাশ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খিসা, সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরী, সদর এএসপি সার্কেল মোঃ আরাফাত হোসেন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার বিকল্প কিছু নেই। শিক্ষিত জাতি স্বনির্ভর দেশ গঠনে গুরুত্বপুর্ণ অবদান রাখতে পারে। তাই সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে দেশের প্রতিটি নাগরিককে শিক্ষিত হয়ে ক্ষুধা ও দারিদ্র মুক্ত স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।

(এএফবি/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৬)