কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকা থেকে মীম (৯) এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় কলাপাড়া থানা পুলিশ খালি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। নিহত মীম কলাপাড়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল খালেক দেওয়ানের নাতনী ও এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার ছাত্রী। তার পিতা বাবুল তালুকদার অন্য সন্তানদের নিয়ে পটুয়াখালী বসবাস করছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মীমের মা লাইলী বেগম তাকে ঘরে রেখে বাজারে যায় কেনাকাটার জন্য। বাজার থেকে ফিরে এসে ঘরের চৌকিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে। এ সময় তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, মীমের গলার সামনের দিকে একটু আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত করলেই প্রকৃত কারন জানা যাবে।

(এমকেআর/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৬)