নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : মুক্তিযুদ্ধা জাদুঘর শিক্ষা কর্মসূচীর সমন্বয়কারী রনজিত কুমারের নেতৃত্বে টাঙ্গাইলের নাগরপুরে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রর্দশন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজে এ ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রর্দশন করা হয়। যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ১৬৯১জন ছাত্র/ছাত্রীদেরকে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদু ঘরের চিত্রগুলো ঘুরে ঘুরে দেখানো হয়।

এছাড়া স্কুল ক্যাম্পাসে উপস্থিত ছাত্র/ছাত্রীদের মুক্তিযুদ্ধ বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধা জাদুঘর শিক্ষা কর্মসূচীর সমন্বয়কারী রনজিত কুমার, যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুর হোসেন মিয়া, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ প্রমুখ। এসময় শিক্ষকমন্ডলীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধা জাদুঘর শিক্ষা কর্মসূচী সমন্বয়কারী রনজিত কুমার ছাত্র/ছাত্রীদেরকে নিজ নিজ এলাকায় মুক্তিযুদ্ধকালীন সময়ে ঘটে যাওয়া যুদ্ধের ঘটনাবলির বাস্তবচিত্রগুলো অভিভাবকদের মুখে শুনে তা কাগজে কলমে লিখে স্কুলে জমা দিতে বলেন। তিনি ছাত্র/ছাত্রীদের উদ্দেশে আরো বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক তোমাদের লেখাগুলো স্কুল কর্তৃপক্ষ ঢাকায় পাঠিয়ে দিবে। সেই লিখনির মান নির্ণয় পূর্বক সার্টিফিকেট প্রদান করা হবে।

(আরএসআর/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৬)