কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ব্যাটারী চালিত অটো রিক্সায় চার্জ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে অটো রিক্সার মালিক লিটন হাওলাদারের (৩০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের ধানখালী গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, সারাদিন অটোরিক্সাটি চালিয়ে রাতে বাড়ি যাওয়ার সময় বাড়ির সামনের গ্যারেজে অটোরিক্সার চার্জ দিতে গিয়ে সে বিদ্যুস্পৃষ্ট হয়। স্থানীয়রা লিটনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(এমকেআর/এএস/সেপ্টেম্বর ০৯, ২০১৬)