হিলি (দিনাজপুর) প্রতিনিধি : ঈদুল আজহা উপলক্ষে টানা ছয়দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

এদিকে, টানা ছয়দিন পর বন্দরের কার্যক্রম চালু হওয়ায় বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তবে ঈদের ছুটির আমেজ কাটিয়ে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে আরো দু’একদিন সময় লাগতে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামাল হোসেন রাজ জানান, সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্যদিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, ঈদে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার চালু ছিল।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৭, ২০১৬)