নওগাঁ প্রতিনিধি : মহাসড়কে চলাচলের দাবিতে বুধবার বেলা ১১টায় নওগাঁর মান্দায় ভটভটি মালিক-শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেরিঘাট থেকে প্রায় ৫ হাজার শ্রমিকের একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশে মান্দা ভটভটি মালিক-শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি রবিউল ইসলাম কাজল, সাধারন সম্পাদক মোশারফ হোসেন, কুসুম্বা সমিতির সভাপতি মামুনুর রশিদ, সাবাইহাট সমিতির সভাপতি বাবুল হোসেন, দেলুয়াবাড়ি সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, সতীহাট সমিতির সভাপতি লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। শেষে ইউএনও শাহানা আখতার জাহানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গ্রামীণ এ পরিবহনের মাধ্যমে স্বল্প খরচে গরু, ছাগল, মাছসহ কৃষিজাত পণ্য অতি সহজেই একস্থান থেকে অন্যস্থানে আনা-নেয়া হয়ে থাকে। এছাড়া বিভিন্ন পর্যায়ের নির্বাচনসহ সরকারি কাজেও এটির ব্যবহার হয়। মালিকের নিজস্ব খরচে প্রতিরাতের ডিউটিতে থানা পুলিশ দুটি করে ভটভটি ব্যবহার করে থাকে। কিন্তু সরকারি নিষেধাজ্ঞার পর থেকে মহাসড়কে চলাচল করতে না পারায় এ উপজেলায় প্রায় ৬ হাজার পরিবারের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে।
সমাবেশে বক্তারা দাবি করেন, এ পরিবহণ বন্ধ থাকায় কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। তাদের অনেকেই এখন পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আয়ের পথ বন্ধ হওয়ায় অনেকেই এনজিও’র ঋণের কিস্তি দিতে পারছেন না। কিস্তির চাপে অন্তত: ২০ জন চালক ইতোমধ্যে বাড়িছাড়া হয়েছেন। অবিলম্বে এই যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে মহাসড়ক অচল করে দেয়ারও হুমকি দেন বক্তারা।

উল্লেখ্য, বাস-ট্রাক মালিক ও শ্রমিকদের ৬ দফা দাবির প্রেক্ষিতে প্রশাসন মহাসড়কে ভটভটি চলাচল বন্ধ করে দেয়। এতে এ পেশার সঙ্গে সংশ্লিষ্ট মান্দা উপজেলায় অন্তত: ৬ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন।
(বিএম/এএস/জুন ১১, ২০১৪)