বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় ক্লোজ সার্কিট ক্যামরার আওতায় আনা হয়েছে। ১৬টি ক্যামরার মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ের পুরো ভবনটি মনিটর করা হচ্ছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক আনুষ্ঠানিক ভাবে এই সিসি ক্যামরার উদ্বোধন করেন।

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মুলের লক্ষ্যে এবং প্রশাসনের কাজের জবাব দিহিতা নিশ্চিত করার জন্য সিসি ক্যামরা ভুমিকা রাখবে। সার্বক্ষণিক ভাবে পর্যবেক্ষণ করা হবে কোথায় কি হচ্ছে। সার্কিট হাউসসহ জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন সকল ভবন ক্লোজ সার্কিট ক্যামরার আওতায় নিয়ে আসা হবে বলে জানান জেলা প্রশাসক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হারুনর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুফিদুল আলম, সদর উপেজলা নির্বাহী অফিসার সুজন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এএফবি/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৬)