নওগাঁ প্রতিনিধি : সোমবার নওগাঁর ধামইরহাটে বার্ড ফ্লুর ওপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোশারফ হোসেন।

কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আখরাজুল ইসলাম চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেনারী বিভাগের চেয়ারম্যান কেএম মোজাফ্ফর হোসেন, অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু ওয়াদুদ সামা, শাহজাহান আলী কমল, ফজলুর রহমান, সালেহ উদ্দিন আহমেদ, আব্দুস সালাম প্রমুখ।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়ন যথাক্রমে আড়ানগর, আলমপুর, আগ্রাদ্বিগুন, খেলনা ও ইসবপুরের ৬টি মৌজা থেকে ৬০ টি পরিবারের মাঝ থেকে তাদের মোরগ-মুরগির লালা সংগ্রহ করে বার্ড ফ্লু সনাক্তকরণের জন্য ঢাকা গবেষণাগারে পাঠানোর কর্মসূূচী গ্রহণ করা হয়।

(বিএম/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৬)