মুশফিক মাসুদ, নেত্রকোনা : ৫৬ কেজি গাঁজা জব্দ করেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার বাগপাড়া এলাকার আরশাদুল মিয়া (২৫) ও আবদুল আলী (৬০)।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, গত রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া পৌরসভার বাগপাড়া এলাকার শহিদ মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ।তল্লাশি করে ঘরে থাকা একটি ড্রাম থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বাড়িতে অবস্থান করা আরশাদুল মিয়া ও আবদুল আলী নামে দুজনকে আটক করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান শহিদ মিয়া। তাঁকে আটকের চেষ্টা চলছে।

ওসি আরো জানান, জব্দ করা গাঁজা বিভিন্ন স্থানে বিক্রি করার জন্য মজুত করা হয়েছিল।

এ ব্যাপারে ওসি অভিরঞ্জন দেব আরো বলেন আটক দু’জনসহ পলাতক শহিদ মিয়াকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার সকালে কেন্দুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

(এমএম/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৬)