নিউজ ডেস্ক : সার্চ জায়ান্ট গুগল তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন 'পিক্সেল' উন্মুক্তের দ্বারপ্রান্তে। আগামী ৪ অক্টোবর উন্মুক্ত হবে এই স্মার্টফোন।

মূলত গুগলের স্মার্টফোন সিরিজ নেক্সাসের পরবর্তী সংস্করণ এই পিক্সেল। গুগল এখন থেকে আর নেক্সাস নামটি ব্যবহার করবে না বলেই নতুন নামে আসছে এই ফোন। বলা হচ্ছে গুগলের এই নতুন ফোনে থাকবে পিউর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। সঙ্গে এমন কিছু সফটওয়্যার এবং অ্যাপ দেওয়া হচ্ছে, যা অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোনে এখনও পর্যন্ত আসেনি। এছাড়াও ৫ ইঞ্চি ডিসপ্লে সংস্করন 'পিক্সেল' এবং এবং ৫.৫ ইঞ্চি বড় পর্দার ফ্যাবলেট 'পিক্সেল এক্সএল' নামে আসবে বলে জানা গেছে।

জানা গেছে, পিক্সেল স্মার্টফোনের বাহিরের অংশটি হবে অ্যালুমিনিয়াম এবং গ্লাসের। আর প্রসেসর এর জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর। গুগলের এই ফোন অন্যান্য প্রতিষ্ঠান তৈরি করে দিচ্ছে। হুয়াওয়ে এবং এইচটিসি এই ফোনের প্রস্তুতকারক। তবে কোন প্রতিষ্ঠান কোন মডেল তৈরি করে দিবে তা জানা যায়নি।

(ওএস/অ/সেপ্টেম্বর ২০, ২০১৬)