টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে আতাউর রহমান (৩০) ১ জন নিহত ও কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পোষ্টকামুরী চরপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমানের বাড়ি মানিকগঞ্জ জেলার বারুল বাজার এলাকায়। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোড়াই হাইওয়ে পুলিশের ওসি খলিলুর রহমান পাটোয়ারী জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-জ-১৪-১৫৭৮) মহাসড়কের ওই স্থানে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় আতাউর বাসের নীচে চাপা পড়েন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) বাবলু শেখ জানান, নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

(এমএনইউ/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৬)