বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলা স্কাউটস এর উদ্যোগে বিশ্ব শান্তি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট মুফিদুল আলম, বান্দরবান জেলা স্কউটস্ সভাপতি সম্পদ বড়ুয়া প্রমুখ।

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, পৃথিবীতে যত খারাপ কাজ তার ৮০’র ভাগই করে শিক্ষিত লোকেরা অশিক্ষিতরা করে খুব কম। তারা বুঝে কোনটা ভাল কোন টা খারাপ, তারা পড়া-শুনা শিখেছে কিন্তু মুল্যবোধ শিখে নাই, তাদের পারিবারিক মুলবোধ নাই,শিক্ষকদের সম্মান করে না, লেখা-পড়া করে গোল্ডেন এ প্লাসসহ বহু কিছু পেয়েছে কিন্তু জীবনের অর্থ খুজে পায় নাই-জীবনের মুল্য বুঝে নাই। স্কউটস্ মানবিক মুল্যাবোধ শিক্ষা দেয়, স্কাউটস্ অন্যকে বাঁচাতে সহায়তা করে, স্কাউটস্ সমাজের জঞ্জাল পরিস্কার করে, মানুষের জীবনকে শান্তি ও সুখময় করে তোলে। তিনি সমাজের সকলকে স্কাউটের সাথে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

(এএফবি/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৬)