স্টাফ রিপোর্টার : পদ্মাসেতুতে লোক নিয়োগের নামে প্রতারণার অভিযোগে ৫ প্রতারককে আটক করেছে রূপনগর থানা পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে রূপনগর এলাকায় ল্যাব২৪ নামে একটি হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে, তারা হলেন- আবুল কাশেম, র‍াজিব বিশ্বাস ও শরিফুল ইসলাম।

রূপনগর থানার কর্তব্যরত অফিসার গোলাম ফাত্তাহ জানান, পদ্মাসেতুর নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োগের আশ্বাস দিয়ে শতাধিক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন অংকে টাকা নিয়েছে প্রাতরক চক্র। বুধবার প্রতারিত ৮০ জনকে মেডিকেল চেকআপের নামে হাসাপাতালে নিয়ে আসে প্রতারকরা। প্রতারিতদের অনেকের সন্দেহ হওয়ায় তারা থানায় খবর দেয়।

খবর পেয়ে রূপনগর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জালিয়াতির প্রমাণস্বরূপ বেশকিছু কাগজপত্রসহ ওই চারজনকে আটক করেছে বলেও জানান গোলাম ফাত্তাহ।

আটককৃতদের থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিভিন্ন সময় পদ্মাসেতু নির্মাণে চাঁদা উত্তোলন ও লোক নিয়োগের নামে প্রতারক চক্রের বিষয়ে সংবাদমাধ্যমের মাধ্যমে জনসাধারণকে সতর্ক করেন।

(ওএস/এটিআর/জুন ১১, ২০১৪)