নওগাঁ প্রতিনিধি : শনিবার নওগাঁয় আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরন বিষয়ে অগ্রগতি ও পর্যালোচনা সস্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এদিন সকাল সাড়ে ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান। জেলা প্রশাসন আয়োজিত এ সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহা-পরিচালক সরকারের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় বাল্যবিয়ে বন্ধ, বিয়ে রেজিষ্ট্রিকরন বাধ্যতামুলকসহ বিয়ের ক্ষেত্রে সকল আইন নিশ্চিত করনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর, পূর্ব) মোহাম্মদ রাশিদুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেগম মাজেদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, জেলা রেজিষ্ট্রার আব্দুল লতিফ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, নোটারী পাবলিক এ্যাডভোকেট কাজী আখতার হামিদ এবং সাংবাদিক মোঃ কায়েস উদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল উপজেলা সাব-রেজিষ্ট্রার, সকল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ জেলার বিশিষ্ট ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন। পরে প্রধান অতিথি মোঃ আব্দুল হালিম জেলা প্রশাসন আয়োজিত ফ্রন্ট ডেস্ক সিটিজেন চার্টার ও বার্ষিক কর্মসম্পাদন বিষয়ক অপর এক মতবিনিময়সভায় যোগদান করেন।

(বিএম/এএস/সেপ্টেম্বর ২৪, ২০১৬)