সাতক্ষীরা প্রতিনিধি : যুব শক্তি পারে সমাজ থেকে পাচার দূর করতে । যুবরা পারে সমাজের পরিবর্তন আনতে তাই যুব শক্তিকে এই পাচার সম্পর্কে সচেতনতা  গড়ে তুলতে।

এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তৃনমূল নারী উন্নয়নমূলক সংগঠন পদ্মলোককেন্দ্রের আয়োজনে একশনএইড বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ছাত্র ছাত্রীদের মধ্যে পাচার সচেতনতা মূলক চিত্রাংকন ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৮০ জন কিশোরী এবং বিতর্ক প্রতিযোগিতায় দুই টি গ্রুপে মোট ১০ জন কিশোরী অংশগ্রহণ করে । প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল লতিফ। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন দশম শ্রেণীর ছাত্রী রিয়া ঘোষ, দ্বিতীয় স্থান অধিকার করনে নবম শ্রেণীর ছাত্রী সাদিয়া,তূতীয় স্থান অধিকার করেন নবম শ্রেণীর ছাত্রী মোছা:খাদিজাতুল কোবরা।

বিতর্ক প্রতিযোগিতায় সকলকে পুরুষ্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো:আতাউর রহমান, মেঘনাথ মণ্ডল, কামাল হোসেন, পদ্মলোকেন্দ্রর প্রতিনিধি আ: আলিম, সৌমেন সরকার, আ: কাদের,সালমা খাতুন গ্রুপ সদস্য ইমরান সাকি, বাসুদেব দাস, জেসমিন সুলতানা।

(আরকে/এএস/সেপ্টেম্বর ২৪, ২০১৬)