চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বুধবার মহিলা কলেজ ছাত্রীদের উত্যক্ত করা এক বখাটের তিন বছর এবং মাদক সেবনের দায়ে ৩ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলো, নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের সানাউল্লার বখাটে ছেলে জিয়া হোসেন (৩৫), ও চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বল্লভপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে মাদকসেবী আব্দুল আলীম (৩০)।

থানা সূত্র জানায়, পৌর এলাকার চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের গেটের সামনে কলেজ ছাত্রীদের বিভিন্নভাবে উত্যাক্ত করতে থাকে বখাটে জিয়া হোসেন। খবর পেয়ে কলেজ ক্যাম্পাস থেকে পিয়নসহ অন্যরা জিয়াকে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বখাটে জিয়াকে ৩ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।

এছাড়া মাদক সেবনের দায়ে আটক মাদকসেবী আলীমকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

(এসএইচএম/এএস/সেপ্টেম্বর ২৮, ২০১৬)