বাগেরহাট  প্রতিনিধি : বাগেরহাটে বিশ্ব শিশু দিবসে শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও এনসিটিএফ এর উদ্যোগে এই মানবববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন কর্মসূচীতে সমাজকল্যান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন (এমপি) সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে অংশ নেয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট মহিলা কর্মকর্তা কাওসার পারভীন, নারী নেত্রী শরীফা হেমায়েত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, এনসিটিএফ এর সভাপতি শাফিকুর রহমান এলিন, শেখ আজমল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, শিশুদের শিশুদের প্রতি কোন প্রকার সহিংসতা দেখতে চাই না। শিশুর প্রতি মমতাবোধ থাকা প্রত্যেক মানুষের দায়িত্ব কর্তব্য। একজন শিশু ভবিষ্যত প্রজন্মের কর্নধার হিসাবে গুরুত্ব দিয়ে তাদের প্রতি সহমর্মিতা দেখাতে হবে।

(এমএনইউ/এএস/সেপ্টেম্বর ২৯, ২০১৬)