বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জলবায়ূ অর্থায়নে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটির (সনাক) ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিতে দরিদ্র বিমোচনে প্রয়োজনীয় উন্নয়ন তহবিলে বরাদ্ধ অব্যাহত রাখা এবং প্রতিশ্রুত জলবায়ু তহবিল প্রদানের সুস্পষ্ট অঙ্গীকার প্রদান ও তার বাস্তবায়নে দিক-নির্দেশনা দ্রুত তৈরি ও চর্চ্চা করাসহ ১০ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন , বাগেরহাট সনাকের জলবায়ু বিষয়ক উপকমিটির আহবায়ক এ্যাডভোকেট জাহাঙ্গীর আলী বাবু, ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর এবিএম মোশাররফ হুসাইন, অধ্যাপক খান ছালেহ আহম্মেদ, নারী নেত্রী রিজিয়া পারভিন, ডা. জ্ঞানরঞ্জন প্রমুখ।

(একে/এএস/সেপ্টেম্বর ২৯, ২০১৬)