নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ছাত্রকে আহত করার ঘটনায় আনিছুর রহমান নামে ওই শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাহেবগঞ্জ গ্রামে তার নিজ বাড়ি থেকে শিক্ষক আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর শনিবার দুপুরের দিকে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হায়দার আলী ও আনিছুর রহমান শ্রেণীকক্ষে পাঠদান বিষয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন। এক পর্যায় তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শিক্ষক হায়দার আলীর ছেলে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র কামরুল হাসান (১১) কাছে আসলে শিক্ষক আনিছুর রহমান মেঝেতে পড়ে থাকা ফ্যানের পাখা দ্বারা তাকে স্বজোরে আঘাত করায় সে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওইদিনই বিকেলে আহত কামরুলের বাবা বাদি হয়ে শিক্ষক আনিছুর রহমানের বিরুদ্ধে আত্রাই থানায় একটি অভিযোগ দাখিল করেন। এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে নওগাঁ আদালতে সোপর্দ করে।

(বিএম/এএস/সেপ্টেম্বর ২৯, ২০১৬)