শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বঙ্গোপসাগর থেকে ইলিশ আহরণ করে ফিরে আসার সময় পাস বিহিন তিনটি ফিশিং ট্রলার জব্দ করেছে বনরক্ষীরা। বৃহস্পতিবার সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশনের বনরক্ষীরা নিয়মিত টহলকালে বলেশ্বর নদের মাঝেরচর এলাকা থেকে ইলিশ বোঝাই ট্রলার তিনটি জব্দ করেন। তিন ট্রলারে থাকা বিভিন্ন সাইজের ১৯ মন ইলিশ এদিন বিকেলে নিলামে বিক্রি করা হয়েছে বলে বনবিভাগ জানিয়েছে।

ট্রলার তিনটি হলো, বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের মৎস্য ব্যবসায়ী মালেক মোল্লার এফবি শাওন-১, পিরোজপুরের চরখালীর আ. কাদের হাওলাদারের এফবি লোকমান ও জিয়ানগরের সাদেক আলী মাতুব্বরের এফবি মায়ের দোয়া-১।

বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুল হক জানান, এদিন সকাল ৬টার দিকে তার নেতৃত্বে বনরক্ষীরা বলেশ্বর নদে টহল দিচ্ছিলেন। এমন সময় সাগর থেকে উঠে আসা ওই ট্রলার তিনটি থামিয়ে চ্যালেঞ্জ করা হলে তারা কোনোপ্রকার পাসপারমিট (বনবিভাগের অনুমতি) দেখাতে ব্যর্থ হয়। পরে ট্রলার তিনটি জব্দ করে স্টেশন অফিসে নেয়া হয়। প্রত্যেক ট্রলারে মাঝিসহ ৭-৮ জন করে জেলে রয়েছেন।

শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন জানান, ট্রলারে থাকা ১৯ মন ইলিশ এদিন বিকেল ৫টায় বগী স্টেশন অফিসে দুই লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। এব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

(বিএম/এএস/সেপ্টেম্বর ২৯, ২০১৬)