নওগাঁ প্রতিনিধি : শুক্রবার বেলা ১১টায় শহরের আখড়াবাড়িতে জেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় দুর্গা পুজো জেলায় সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা মূলক ব্যবস্থার পাশাপাশি পুজো মন্ডপ এলাকায় কোন মাদকাসক্ত ব্যক্তি বা কোন ব্যাগ (পোটলা) বহনকারী ব্যক্তিকে প্রবেশ করতে দেয়া যাবেনা বলে সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চিত্তরঞ্জন সাহা ও বিশ্বজিৎ সরকার মনি, সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল, যুগ্ম সমম্পাদক সজল চৌধুরী, প্রতাপ সরকার ও পিযুষ কান্তি সরকার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তোরিকুল ইসলাম, অসিত বরন সাহা, সুবল চন্দ্র সরকার প্রমুখ। সভায় জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও পৌর এলাকাসহ সদর উপজেলার ১২ ইউনিয়নের সকল পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

(বিএম/এএস/সেপ্টেম্বর ৩০, ২০১৬)