সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকার বেতনা নদী থেকে তোতা মণ্ডল (৩৮) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি তালা উপজেলার পাটকেলঘাটা থানার রথখোলা গ্রামের মৃত প্রিয়নাথ মণ্ডলের ছেলে। শুক্রবার বেলা ১১ টার দিকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার এসআই দেলোয়ার হোসেন স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার ভোরে মাছ ধরতে বেতনা নদীতে নামেন তোতা মন্ডল। এক পর্যায়ে তিনি নদীতে নামার পর স্রোতের টানে ডাঙ্গায় উঠতে না পারায় সেখানে তিনি মারা যান। এরপর স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে যেয়ে তিনি (এসআই দেলোয়ার) বেলা ১১ টার দিকে লাশটি উদ্ধার করেন। পরে লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা এ ঘটনা নিশ্চিত করেছেন।

(আরকে/এএস/সেপ্টেম্বর ৩০, ২০১৬)