বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড়ে গ্রামের দরিদ্র স্কুল ছাত্রী পপিকে হার্ট অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে তোলার পর অসহায় ওই পরিবারটির হাতে তুলে দেয়া হয়েছে অর্থিক অনুদান, সেলাই মেশিন ও একটি গাভী।

শনিবার সকালে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম তার নিজ বাড়ি রামপালের বড়দিয়া গ্রামে বসে পপির পিতা মো. আলামিন হাওলাদার ও পরিবারের সদস্যদের হাতে এসব অনুদান তুলে দেন।

পপির পিতা আলামিন জানান, আষ্টম শ্রেণীতে পড়ুয়া তার মেয়ে পপির হার্টে ছিদ্র ধরা পড়ার পর তিনি এলাকার জনপ্রতিনিধিসহ বিভিন্ন বিত্তবানদের দ্বারে-দ্বারে ঘুরলেও কেউ তেমন সহায়তা করেনি। সর্বশেষ ড. শেখ ফরিদ এগিয়ে এসে তার মেয়ের হার্ট অপারেশন করিয়ে সম্পূর্ন সুস্থ্য করে তোলেন। এখন আমাদের দরিদ্র পরিবারটিকে সহয়তা করতে দিয়েছেন অর্থিক অনুদান, সেলাই মেশিন ও একটি গাভী। আমাদের এখন আর না খেয়ে থাকতে হবেনা।

(একে/এএস/অক্টোবর ০১, ২০১৬)