বাকৃবি প্রতিনিধি : বর্ণাঢ্য র‌্যালী, বৃক্ষরোপন, আলোচনা সভা ও হার্টক্যাম্প (পরীক্ষা-নিরীক্ষাসহ রোগী দেখা) আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব প্রবীণ দিবস পালন করেছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক-কর্মকর্তা হিতৈষী সমিতি (বাকৃবিপ্রশিকহি) অনুষ্ঠানের আয়োজন করে।

প্রবীণ দিবস উপলক্ষে শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টার থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর হার্টক্যাম্পের উদ্বোধন করেন। আলোচনা সভায় বাকৃবিপ্রশিকহি সভাপতি অধ্যাপক ড. মো. আবদুল মোমেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চেীধুরী, আলোচক হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম সাইফুল বারী, অধ্যাপক ডা. গোবিন্দ কান্তি পাল উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রবীণ শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, প্রবীণরা সমাজের বোঝা নয়। প্রবীণরা যাতে সুখ-শান্তি এবং মর্যাদার সাথে বাঁচতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, ১৯৯০ সালে জাতিসংঘ প্রতি বছর ১ অক্টোবরে আন্তর্জাতিক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে দিবসটি পালন শুরু হয়।

(এসএস/এএস/অক্টোবর ০১, ২০১৬)