আন্তর্জাতিক ডেস্ক : পদার্থ বিদ্যায় ২০১৬ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর পদার্থে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন তিন ব্রিটিশ বিজ্ঞানী। এরা হলেন ডেভিড থোলেস, ডানকান হালডেন এবং মাইকেল কোস্টারলিটজ। খবর দ্য গার্ডিয়ানের।

নোবেল কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিন বিজ্ঞানী আবিষ্কারের মাধ্যমে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

নোবেল বিজয়ীর নাম ঘোষণার পর বেশ উচ্ছাস প্রকাশ করেছেন হালডেন। তিনি বলেন, ‘আমি সত্যিই খুব বিস্মিত এবং ধন্য হয়েছি।’

(ওএস/এএস/অক্টোবর ০৪, ২০১৬)