বাগেরহাট প্রতিনিধি : পশ্চিম সুন্দরবন বিভাগের কয়রা ফরেস্ট ষ্টেশন সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু নান্নু বাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে। আজ বুধবার ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু মনিরুল মোড়লকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা ।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন অফিসার লে: এম ফরিদুজ্জামান জানান, পশ্চিম সুন্দরবনের কয়রা ষ্টেশন সংলগ্ন এলাকায় বনদস্যু নান্নু বাহিনীর সদস্যরা মুক্তিপনের দাবীতে জেলে অপহরণ ও জেলে বহরে ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা।

বুধবার ভোরে কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় পৌঁছে বনদস্যু নান্নু বাহিনীর সদস্য মনিরুল মোড়লকে (২৫) একটি দেশী পাইপগানসহ আটক করা হয়। অন্য বনদস্যুরা দ্রুত সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। আটক বনদস্যু মনিরুল খুলনার কয়রা উপজেলার মোসাক মোড়লের ছেলে। অস্ত্রসহ আটক বনদস্যুকের কয়রা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

(একে/এএস/অক্টোবর ০৫, ২০১৬)